লিবিয়ায় বন্যায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। 

পূর্ব লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরার। এছাড়া বিবিসিসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বন্যায় মৃতের একই সংখ্যার কথা জানিয়েছে। একই সাথে বন্যায় এখনও প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। 

গত সোমবার ঘূর্ণিঝড় দানিয়েল পূর্ব লিবিয়ায় আঘাত করে। এতে ওয়াদি ডারনা নদীর দুইটি বাঁধ ভেঙে যায় এবং পানি লোকালয়ে প্রবেশ করে ব্যাপক দুর্যোগের সৃষ্টি করে। শহরের আবাসিক এলাকার অনেকটাই ধসে পড়ে এবং সমুদ্রবর্তী অনেকগুলো সেতু পানির তোড়ে ভেসে যায়।

সাংবাদিকেরা জানিয়েছিলেন, নিহতের সংখ্যা ৫ হাজার থেকে ১০ হাজার পর্যন্ত হতে পারে।

ভারী বৃষ্টিপাত ও বন্যায় বেনগাজিভিত্তিক বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ত্রিপোলি সরকার ওই অঞ্চলটিকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে এবং সেখানে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে ত্রাণবহর সেখানে যাত্রা শুরু করেছে।

ত্রিপোলি সরকারের প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবাহ মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, ১৪ টন বহন ক্ষমতার একটি বিমান ওষুধপত্র, চিকিৎসাসামগ্রী ও চিকিৎসাকর্মীদের নিয়ে বেনগাজির উদ্দেশে ছেড়ে গেছে।

উল্লেখ্য, ঝড়ের কারণে দুর্যোগকবলিত এলাকাগুলো যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেখানকার প্রাণহানি বা ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //