সোমালিয়ায় বন্যায় একশ’র কাছাকাছি মৃত্যু

সোমালিয়ায় ভয়াবহ ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬। শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোনার বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মাহামুদ মোয়াল্লিম সামাজিক মাধ্যম এক্স-এ জানান, দেশটিতে এ পর্যন্ত শত’র কাছাকাছি লোক মারা গেছেন। 

এর আগে পূর্ব আফ্রিকার হর্ণ অব আফ্রিকা নামে পরিচিত দেশটিতে অক্টোবর থেকে অতি বর্ষণের ফলে এমন ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে এল নিনো এবং ভারত মহাসাগর সংলগ্ন প্রতিকূল আবহাওয়ার কারণে এমন দূর্যোগের মুখে পড়েছে দেশটি। মূলত মহাসাগরের উপরিভাগের তাপমাত্রা ও বছরজুড়ে বৃষ্টিপাতের ফলে এমনটা হয়ে থাকে বলে জানিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা। 

জাতিসংঘের এক পরিসংখ্যানে দেখা গেছে, শুধুমাত্র বন্যার কারণে দেশটিতে গত কয়েক দশক ধরে প্রায় ৭ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। 

এদিকে অতি বন্যায় দেশজুড়ে মানবিক বিপর্যয় দেখা গেছে। এ সময় অনেক লোক তাদের ঘর-বাড়ি ছেড়ে আশ্রয়ের জন্য ছুটে যাচ্ছেন পার্শ্ববর্তী নিরাপদ স্থানে। 

সোমালিয়ার প্রতিবেশি দেশ কেনিয়াতেও বন্যায় এ পর্যন্ত ৭৬ জন মারা গেছেন বলে জানিয়েছে কেনিয়া রেডক্রস। বন্যার ফলে রাস্তাঘাট ও ব্রিজ ভেঙে পড়েছে দেশটিতে। এছাড়াও স্থানীয় বাসিন্দারা খাদ্য, আশ্রয়, সুপেয় পানির অভাবে মানবেতর জীবন যাপন করছেন বলে জানিয়েছে দাতব্য প্রতিষ্ঠান মেডেসিনস সানস ফ্রন্টিয়ার্স(এমএসএফ)। 

সূত্র: সিএনএন 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //