আগামী বছর ভিসা ছাড়াই যাওয়া যাবে যে দেশে

বিশ্বের সব দেশ থেকে ভিসা ছাড়া যাওয়া যাবে আফ্রিকার দেশ কেনিয়াতে। আগামী বছর থেকে দেশটির সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে এ সুবিধা নিতে পারবেন পৃথিবীর যেকোন প্রান্তের মানুষ।

দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুট্টো গত ১২ ডিসেম্বর যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন। 

প্রেসিডেন্ট জানান, তার সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে। ভিসার আবেদন করার বদলে এই প্ল্যাটফর্মে গিয়ে ভ্রমণ অনুমোদন নিতে পারবেন আগ্রহী পর্যটকরা।  

রুট্টো বলেন, বিশ্বের কোনো অঞ্চলের মানুষকে কেনিয়ায় আসার জন্য আর ভিসার ভার বহন করতে হবে না।

আফ্রিকা মহাদেশকে ভিসামুক্ত করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন রুট্টো। গত অক্টোবরে কঙ্গোতে এক সম্মেলনে তিনি বলেছিলেন, ২০২৩ সালের পর আফ্রিকার দেশগুলোর মানুষদের কেনিয়ায় আসতে আর কোনো ভিসা লাগবে না। এখন বিশ্বের সব দেশের মানুষদের জন্যই এ ব্যবস্থা করেছেন তিনি।

কেনিয়ায় অর্থনীতিতে বড় ভূমিকা রাখে পর্যটন খাত । দেশটিতে ভ্রমণে গিয়ে ভারত মহাসাগরের উপকূলের সৌন্দর্য উপভোগ করতে পারেন পর্যটকরা। 

সূত্র- সিএনএন

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //