Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

জঁ ককতোর কবিতা

Icon

কায়েস সৈয়দ

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ১০:৪৪

জঁ ককতোর কবিতা

জঁ মরিস ইউজিন ক্ল্যেমেন্ত ককতো (৫ জুলাই, ১৮৮৯-১১ অক্টোবর, ১৯৬৩) ছিলেন একজন ফরাসি কবি, লেখক, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা। ককতো প্যারিসের নিকটবর্তী ইভেলিনের মাইসোঁ-লাফিতে জন্মগ্রহণ করেন।

তাঁর পিতা জর্জ আইনজীবী ও আনাড়ি চিত্রশিল্পী ছিলেন। ককতোর যখন নয় বছর বয়স তখন তিনি আত্মহত্যা করেন। ককতোর প্রথম কবিতার সংকলন আলাদিনের প্রদীপ প্রকাশিত হয় ১৯ বছর বয়সে। ‘দ্য ফ্রিভোলাস প্রিন্স’ নামে এক বোহেমিয়ান শিল্পী গোষ্ঠীর সঙ্গে পরিচিত হন। দ্য ফ্রিভেলাস প্রিন্স তার দ্বিতীয় কবিতার সংকলনেরও নাম।

ককতোর সমসাময়িকদের মধ্যে রয়েছেন কেনেথ অ্যাঙ্গার, পাবলো পিকাসো, জোন মিরো, সালভাদর দালির মতো গুণী শিল্পী ও সাহিত্যিকরা। বহুমুখী শিল্পের স্রষ্টা ককতো তাঁর উপন্যাস লে এঁফান্ত তেরিবল (১৯২৯), এবং চলচ্চিত্র দ্য ব্লাড অব আ পোয়েট (১৯৩০), লে পারেন্ত তেরিবল (১৯৪৮), বিউটি অ্যান্ড দ্য বিস্ট (১৯৪৬), ও অরফিয়াস (১৯৪৯)-এর জন্য প্রসিদ্ধ।

জঁ ককতো- যাকে পরাবাস্তববাদের আদিজনক বলা হয়। এখানে রয়েছে জঁ ককতোর কয়েকটি সূর্যদীপ্ত কবিতার ভাষান্তর। 

গোলাপি গোলাপ

গোলাপ-সতেজ

স্বর্ণ-সুন্দর

তোমার হৃদয়

খুব বিরল এমন হৃদয়

স্বর্ণ-নিখাদ

গোলাপি গোলাপ

সব গোলাপ কার্পেটে

হারিয়ে ফেলে গাল, কতগুলো মুখোশ? 

মৃত্যুর মতো ফ্যাকাসে আমি


বৃষ্টি হচ্ছে

আমি জিজ্ঞেস করি না

হয়তো করবোও না

যেহেতু তুমিই আমাকে বলেছো-

‘জিজ্ঞাসা করবো না কোনো কিছু’

আমি কেবল তোমার কানই শুনতে পাচ্ছি না

মনে হয় আমার কাছে-

এইটা বলো এইটা বইলো না

এরকম সব ভাব লেগে আছে তোমার মুখে


তুমি কি মনে করো তোমার মুখই কথা বলে?

চোখ হলো জানালার কপাট

মানুষ সব সময়

প্রতিটি জানালা দিয়ে সবকিছু দেখে

বন্ধ করো চোখ 

এটা আরও মারাত্মক

আমার চোখ শুনতে পাচ্ছে

কানের চেয়েও আলাদা কিছু

যন্ত্রণার জন্যই জন্মেছিলাম আমি

মুখ আমার জানালা জড়িয়ে শুয়ে থাক

বেশিক্ষণ হয়তো আলো না ও দিতে পারে সূর্য

বৃষ্টি হচ্ছে- বলল জানালার কপাট

ও শুধু ওর ভাবনাকে প্রকাশ করে

চলো একসঙ্গে কেঁদে প্রকাশ করি দুঃখ


ধোঁয়া

ধূমপান অনুমোদিত। হুঁশিয়ার

মেড্রানোর সার্কাসের ঘোড়াওয়ালা মহিলা থেকে

কারণ যখন সিগারেট খাও

ঝাঁপ দেও চক্রের মধ্য দিয়ে

মন্টে কার্লোর স্ত্রী

যখন তুমি মৃত, মৃতদের মধ্যে...


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫