মারা গেছেন কবি কাজী নজরুলের পুত্রবধূ উমা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বড় ছেলে কাজী সব্যসাচীর স্ত্রী উমা কাজী(৮০) মারা গেছেন।

বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ঢাকার বনানীর বাড়িতে তার মৃত্যু হয়।

উমার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার মেয়ে খিলখিল কাজী। 

তিনি বলেন, বার্ধক্যজনিত নানা জটিলতার সঙ্গে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি বেশ কিছু দিন হাসপাতালে ছিলেন।

তিনি আরো জানান, তার বোন মিষ্টি কাজী কলকাতায়। সে ফিরলে বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তার মাকে দাফন করা হবে।

কাজী সব্যসাচী মারা যান ১৯৭৯ সালে। তারপর তার পরিবার স্থায়ীভাবে ঢাকার বনানীতে থাকতে শুরু করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //