বইমেলায় মাসুদ পারভেজের ‘চলচ্চিত্রনামা’

অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ প্রকাশিত হয়েছে মাসুদ পারভেজের চলচ্চিত্রবিষয়ক বই ‘চলচ্চিত্রনামা’। বইটিতে মোট তেরোটি প্রবন্ধ রয়েছে। প্রবন্ধগুলো তিনটি ভাগে বিন্যস্ত।

প্রথম ভাগে ইতিহাস অংশে রয়েছে- দর্শকের খোঁজে; কাহিনির খোঁজে; কুশীলবের খোঁজে শিরোনামে তিনটি প্রবন্ধ। দ্বিতীয় ভাগে ব্যক্তি অংশে রয়েছে- কথায় কথায় সৌমিত্র; ফরীদি: এক শিল্পীর অভিনয়ের ‘ব্যর্থ’ আখ্যান; চলচ্চিত্রের সৈয়দ হক ও তারেক মাসুদের দেশ শিরোনামে চারটি প্রবন্ধ।

আর শেষ ভাগ চলচ্চিত্র অংশ রয়েছে- দ্য উইন্ড উইল ক্যারি আস: মৃত্যু নাকি জীবন, হাওয়া আমাদের কোথায় নিতে চায়; স্প্রিং, সামার, ফল, উইন্টার...অ্যান্ড স্প্রিং : চার আর্যসত্য; পালাবি কোথায়: গতানুগতিক খোকনের খানিক উল্টো দেখা; ইভান’স চাইল্ডহুড : স্বপ্নময় প্রাণ আর মৃত্যুঘেরা বাস্তবতা; ইরানি চলচ্চিত্রের গুলিস্তানে ও অশনি সংকেত চলচ্চিত্রে প্রতীকের ব্যবহার শিরোনামে ছয়টি প্রবন্ধ।

দুইশো পৃষ্ঠার এই বইটি প্রকাশ করেছে অক্ষর প্রকাশনী। প্রচ্ছদ করেছেন জয়ন্ত জয়। মূল্য ২৫০ টাকা। বইটি অমর একুশে গ্রন্থমেলার অক্ষর প্রকাশনীর ১৬ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //