করোনায় শিখা প্রকাশনীর মালিক বাহারের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন শিখা প্রকাশনীর মালিক কাজী নজরুল ইসলাম বাহার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইওয়া রাজিউন)।

গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ওই হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।

বাহারের ছেলে কাজী নাফিজুল ইসলাম সাব্বির জানান, করোনা আক্রান্ত হয়ে বাহারের স্ত্রী শামীম আরো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মরহুমের জানাজা আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ জোহর রাজধানীর গেন্ডারিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গেন্ডারিয়া কবরস্থানে তাকে সমাহিত করা হবে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //