করোনায় আক্রান্ত কবি জয় গোস্বামী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান কবি জয় গোস্বামী। গতকাল রবিবার (১৬ মে) রাতে করোনা পজিটিভ রিপোর্ট হাতে পাওয়ার পরই তাকে ভারতের কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

শরীরে করোনা উপসর্গ দেখা দিতেই কোভিড টেস্ট করানো হয়েছিল তার। রবিবার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে কবির।

গণমাধ্যমকে কবি জয় গোস্বামীর পরিবার জানায়, গতকাল সকালেই তার কাঁপুনি দিয়ে জ্বর আসে। সঙ্গে বমিও হয়। শরীরের তাপমাত্রা ১০৩ থেকে ১০৪-এ পৌঁছে যেতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে নন-কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল ৬৬ বছরের কবিকে। পরে পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় তাকে।

জয়ের স্ত্রী কাবেরী গোস্বামীও আসুস্থ। তারও করোনার মৃদু উপসর্গ রয়েছে। ঝুঁকি না নিয়ে জয়ের সঙ্গে কাবেরীকেও ভর্তি করা হয় হাসপাতালে। তিনিও ভাল আছেন।

পশ্চিমবঙ্গের নদীয়ায় ১৯৫৪ সালে কবি জয় গোস্বামীর জন্ম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //