শনিবার থেকে বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা

নাটোরে আগামী শনি ও রবিবার দুইদিন অনুষ্ঠিত হবে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ভারতের তিন মন্ত্রী উপস্থিত থাকবেন বলে জানা গেছে। অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে ওই দুই দিন শহরের ‘উত্তরা গণভবন’ ও ‘রাণীভবানী রাজবাড়ি’ দর্শনীয় স্থান দুটিতে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে না।

বুধবার (২৩ শে ফেব্রুয়ারি) নাটোর জেলা প্রশাসন এ বিষয়টি জানায়। পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠান উপলক্ষে ওই সাময়িক বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্ম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সে সময় ভারতের আরো তিন মন্ত্রী উপস্থিত থাকবেন।

এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, স্থানীয় সংসদ সদস্যসহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

নাটোরের জেলা প্রশাসক মো. শামীম আহমেদ জানান, পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার নাটোরে আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। নিরাপত্তা নিশ্চিত করতে নাটোরের উত্তরা গণভবন ও রাণীভবানী রাজবাড়িতে দুইদিনের জন্য দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //