বইমেলায় ২৭ দিনে নতুন বই প্রায় ৩ হাজার

অমর একুশে বইমেলার ২৭ তম দিনে নতুন বই এসেছে ৬৮টি। এর আগের ২৬ দিনে মেলায় নতুন বই এসেছে ২ হাজার ৮৫৯টি। ফলে এবারের গ্রন্থমেলায় নতুন বই এসেছে ২ হাজার ৯২৭টি।

আজ রবিবার (১৩ মার্চ) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

তবে বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরে জমা দেওয়া তথ্যের বাইরেও মেলায় আসা নতুন বই থাকে। সবমিলিয়ে মেলার ২৭ তম দিন পর্যন্ত ৩ হাজারের বেশি নতুন বই মেলায় এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

সোমবার (১৪ মার্চ) ২৮ তম দিনে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘ড. মুহম্মদ শহীদুল্লাহ: বাংলা ভাষা ও সাহিত্যের আলোকবর্তিকা’ এবং ‘ড. মুহম্মদ এনামুল হক: জীবন ও সৃজন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন হাকিম আরিফ এবং সৌরভ সিকদার।

আলোচনায় অংশগ্রহণ করবেন আনোয়ারুল হক, ললিতা রানী বর্মন এবং মাসুদ রহমান। সভাপতিত্ব করবেন সৈয়দ আজিজুল হক। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //