এনহেদুয়ানা

এনহেদুয়ানা- পৃথিবীর প্রথম কবি ও তাঁর রচিত স্তবগুলিই প্রার্থনাসভা এবং সংগীতের প্রথম ভিত। পিতা ছিলেন মানবেতিহাসের প্রথম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাদের অন্যতম আক্কাদের রাজা সরগন। মন্দিরের ধর্মাবতার পুরহিত ছিলেন সর্বদা সম্মানীয়। পিতৃপ্রদত্ত দায়িত্ব পেয়ে তিনি সুমেরীয় শহর উরের কেন্দ্রিয় মন্দিরের প্রধান পুরোহিত হন। বহুপাণ্ডিত্যের অধিকারী এই প্রথম নারী কবি তাঁর সময়ের রাজনীতি, ধর্ম এবং সাহিত্যের পরিবর্তনকে প্রভাবিত করেছিলেন, হয়েছিলেন ইতিহাসও।

সমকালে সর্বাধিক সম্মানপ্রাপ্তি আর মৃত্যুর পরও প্রায় ঐশ্বরিক ব্যক্তিত্ব হিসেবে মান্য হয়েছিলেন; কিন্তু মৃত্যুর পরও পাঁচশ বছরঅব্দি ভক্তিশ্রদ্ধায় তাঁর রচনার সমধিক ব্যবহার ছিল- আচারে, প্রার্থনায়। তারপর তিন হাজার বছর হারিয়ে গেলেন- ইতিহাসের কোনো এক দিগন্তে! ‘এনহেদুয়ানা’- জীবন গবেষনা, স্তবধরন, রাজনীতি, ধর্মচিন্তা সব মিলিয়ে- ভাবনার নবতর দিকে প্রবাহিত করে, যখন দেখা যায়- পিতা সরগন কন্যার প্রভাবের মাধ্যমে প্রজাদের বিশ্বাসকে নিয়ন্ত্রণ করার বাসনা পোষন করেছিলেন।


লেখক : সালেক আল মাহমুদ
প্রচ্ছদ : আবুল হাসান
প্রকাশন : বাউন্ডুলে
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০২২
দাম : ৪৫০ টাকা

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //