আবুল হাশিম

আবুল হাশিম- কবি আসাদ চৌধুরী প্রণীত এ রচনায় তিনি আবুল হাশিমের নাটকীয় জীবনের উত্থান-পতনের বর্ণনার চেয়ে তিনটি বিষয়কে উপলক্ষ্য করে এগিয়েছেন। ১. প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক হিসেবে তাঁর ভূমিকা ও পাকিস্তান-আন্দোলন, ২. ভাষা আন্দোলন ও এ দেশের মানুষের মুক্তি-ভাবনা এবং ৩. তাঁর ধর্মীয় ভাবনা।

বিশিষ্ট রাজনীতিবিদ, দার্শনিক ও তাত্ত্বিক আবুল হাশিম বিশেষ কোনো এক সময়ে নয়, সব সময়-ই আলোচনার দাবি রাখে। ১৯০৫ সালে জন্ম নেওয়া এই বিশিষ্ট মানুষটিকে রাজনৈতিক আলাপেই সীমাবদ্ধ করে রাখা হয়েছে দীর্ঘদিন। তিনি ছিলেন জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি। তিনি ইতিহাস, ধর্ম দর্শন ও অর্থনীতি বিষয়ে প্রভূত জ্ঞান রাখতেন- আর মার্কসবাদও তিনি ভালো করেই জানতেন। তিনি এদেশের শিক্ষিত, আধুনিক ও প্রগতিশীল মুসলিম যুব সমাজকে আকৃষ্ট করতে পেরেছিলেন তাঁর অসাম্প্রদায়িকতা, অসঙ্কীর্ণতা এবং সামন্তবাদ বিরোধী ভূমিকার জন্য। 


লেখক : আসাদ চৌধুরী
প্রচ্ছদ : আবুল হাসান
প্রকাশন : বাউন্ডুলে
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০২২
দাম : ১২৫ টাকা

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //