বিয়ে হলো কল্পনার কাছে বুদ্ধিমত্তার পরাজয়

অস্কার ওয়াইল্ড পৃথিবীখ্যাত একজন আইরিশ নাট্যকার, ঔপন্যাসিক, গল্পকার এবং কবি। তার জন্ম আয়ারল্যান্ডের ডাবলিনে। তিনি ভিক্টোরীয় যুগের লন্ডন শহরে অন্যতম সফল নাট্যকার হিসেবে পরিচিত হন। তিনি তার চাতুর্যময় নাট্যরচনার মাধ্যমে ব্যাপক খ্যাতি অর্জন করেন। তিনি যে রসিক ছিলেন, তার উক্তি থেকে তা অনুমেয়। অস্কারের মজার উক্তি নিয়ে লিখেছেন- শোয়াইব আহম্মেদ  

বিবাহ বিষয়ে তিনি নেতিবাচক ভাবতেন, ধারণা করতেন এতোটাই ভিন্ন যে, বলেই ফেলেন একবার- ‘ধনী অবিবাহিতদের ওপর বেশি করে কর আরোপ করা উচিত। অল্প কজন মানুষ অন্যদের চেয়ে বেশি সুখে থাকবেন, এটা তো অবিচার।’

তিনি লেখক হিসেবে অত্যন্ত উঁচুস্তরে থাকার জন্য কিনা জানা যায় না, হয়তো লেখার কারণে বিবাহে তিনি একেবারেই আগ্রহী ছিলেন না, কারণ তার স্ত্রীর সঙ্গে বনিবনা হয়নি- যার জন্য তিনি সুযোগ মতো বিবাহ বিষয়টিকে দুহাত নিয়েছেন, ‘প্রথম বিয়ে হলো কল্পনার কাছে বুদ্ধিমত্তার পরাজয় আর দ্বিতীয় বিয়েটা প্রত্যাশার কাছে অভিজ্ঞতার পরাজয়।’

এমন ভাবনার জন্য তিনি বাহবা পেতে পারেন এ যুগে; কিন্তু এই মানুষটিই সমকামিতার দায়ে কারাদণ্ড ভোগ করেন আর তার খ্যাতিও হারিয়ে ফেলেন। তখন স্ত্রীর সাথে একঘরে বসবাস করা দূরহ হয়ে পড়ে। তাদের দাম্পত্য জীবন অতটা সুখকর না হলেও তার স্ত্রী কখনো তাকে ডিভোর্স দেননি এবং অস্কারও দাম্পত্য জীবন ত্যাগ করেননি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //