বর্ষপঞ্জি হয়ো, বছর শেষে বদলে নিতে পারব

জন ড্রাইডেন (৯ আগস্ট ১৬৩১-১২ মে ১৭০০) সপ্তদশ শতাব্দীর ইংরেজ লেখক, কবি ও নাট্যকার ছিলেন। তিনি সাহিত্যের সমালোচক হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছিলেন। তিনি ওই সময়ে এতো বেশি প্রভাববিস্তারি লেখক ছিলেন, যে সময়টিকে ‘ড্রাইডেনের যুগ’ বলা হতো। জীবন ও সমাজ অনুসন্ধানের নিরীক্ষাধর্মী শৈল্পিক মনস্তত্ত্বে অবগাহন করা এই লেখকের কিংবদন্তিতুল্য রসিকতা নিয়ে লিখেছেন- শোয়াইব আহম্মেদ।

বিখ্যাত ইংরেজ কবি ও সমালোচক জন ড্রাইডেন প্রায় সারাক্ষণই পড়াশোনা আর সাহিত্যচর্চা নিয়ে ব্যস্ত থাকতেন। এর বাইরে ড্রাইডেন আবার ইংল্যান্ডের রাজকবি এবং রাজ ঐতিহাসিকের দায়িত্বও পালন করেছিলেন। ফলে ব্যস্ত থাকাটাই ছিল তার জন্য যথাযথ ব্যাপার।

এজন্য তিনি স্ত্রীর প্রতি খুব একটা মনোযোগ দিতে পারতেন না। একদিন স্ত্রী লেডি এলিজাবেথ তার পড়ার ঘরে ঢুকে রেগে গিয়ে বললেন- তুমি সারাদিন যেভাবে বইয়ের ওপর মুখ গুঁজে পড়ে থাকো, এতে মনে হয় তোমার স্ত্রী না হয়ে বই হলে বোধহয় তোমার সান্নিধ্য একটু বেশি পেতাম। ওকথা শুনে ড্রাইডেন বইয়ের ওপর মুখ গুঁজে রেখেই বললেন- এ ক্ষেত্রে বর্ষপঞ্জি হয়ো। বছর শেষে বদলে নিতে পারব!

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //