গল্পপত্র

হাসানের পোর্ট্রেট অঙ্কিত প্রচ্ছদ নিয়ে গল্পপত্রের সাম্প্রতিক সংখ্যাটি কথাশিল্পী হাসান আজিজুল হককে নিয়ে আবর্তিত।

‘আত্মজা ও একটি করবী গাছ’-এর স্র্রষ্টা হাসান আজিজুল হক লিখেছেন খুব বেশি নয়, ৭০ গল্পের মধ্যেই তা সীমাবদ্ধ। তাকে ঘিরেই গল্পপত্রের চমৎকার সংগ্রহে রাখার মতো আয়োজন।

সূচির দিকে দৃষ্টি নিবদ্ধ করে দেখা যায়- হাসান আজিজুল হকের অপ্রকাশিত চিঠি, স্মৃতিরচনা ‘অন্য আলোয় হাসান’ বিভাগে লিখেছেন- গোলাম মুরশিদ, অমর মিত্র, সুশীল সাহা, আনিসুল হক, হামীম কামরুল হক। হাসান-রচনা বিশ্লেষণ করেছেন- নলিনী বেরা, মনি হায়দার, হাসান অরিন্দমসহ প্রমুখ লেখক।

সাক্ষাৎকার নিয়েছেন- ‘গল্পপত্র’ সম্পাদক মাসউদ আহমাদ।

এ ছাড়া রয়েছে হাসানকে ঘিরে আরও রচনা। সংখ্যাটির শেষভাগে বিশেষ একটি অংশে রয়েছে দুই বাংলার সমকালীন ছয় তরুণের গল্পভাবনা এবং নতুন গল্প। ছোটগল্পের ভাষা, সৃষ্টি, বলবার ভঙ্গি নতুনরূপে ধরা দেবে নিশ্চয়ই এই পর্বে, পাঠক বিচারে তা বিচার্য।

সম্পাদক: মাসউদ আহমাদ

প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর

বর্ষ ১১, সংখ্যা ১১

অক্টোবর ২০২২

দাম: ১০০ টাকা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //