আমপ্রিয় নজরুল

কাজী নজরুল ইসলাম সাহিত্যিক হিসেবে ছিলেন যেমন অতুলনীয়, তেমনি মানুষ হিসেবেও তাঁর রসবোধ ছিল প্রবল। সারাজীবন নিজের রসবোধ দিয়ে সাহিত্যের বাইরেও নানান ঘটনার জন্য স্মরণীয় হয়ে আছেন। দারুণ খোশমেজাজি এবং প্রাণবন্ত এই মানুষটির মজার ঘটনা নিয়ে লিখেছেন শোয়াইব আহম্মেদ।

একবার এক গ্রীষ্মের দুপুরে নজরুল সপরিবারে গরুর গাড়িতে করে যাচ্ছিলেন। অনেক দূরের পথ। বেজায় গরমে নাভিশ্বাস অবস্থা সবার। পথে এক আমবাগান দেখে বিশ্রাম নিতে সবাই থামলেন। বাগানের আমগুলোতে তখন সবে পাক ধরেছে । পাকা রং আসছে। নজরুলের খুব লোভ হলো। এক নারী বাগান পাহারা দিচ্ছিলেন। তাঁর সঙ্গে নজরুল জুড়ে দিলেন গল্প। কথায় কথায় জেনে নিলেন, ওই নারীর স্বামী বাগানের মালিকের বাড়িতে পাকা আম পৌঁছে দিতে গেছেন। 

নজরুল অবাক ভাব করে বললেন, ‘মাসি, আমরা তো সেই বাড়ি থেকেই আসছি; কিন্তু সেখানে তো ও রকম কাউকে দেখলাম না! আমি ও বাড়ির বড়মিয়ার ছোট জামাইয়ের ভাই। আজ চলে যাচ্ছি। বড়মিয়া বললেন, বাগান দিয়ে গেলে আম নিয়ে যেয়ো। তাই তো থামলাম। আচ্ছা মাসি, কোন গাছের আম মিষ্টি বলো তো!’

 নজরুলের আর কিছু করতে হলো না। মাসিই সব ব্যবস্থা করে দিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //