বাংলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ

বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী পদত্যাগ করেছেন। আজ শনিবার (১০ আগস্ট) বিকেলে বাংলা একাডেমির পরিচারক ড. সরকার আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, চলতি বছরের ২৪ জুলাই বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন হারুন-উর-রশিদ। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।

১৯৯০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে তিনি প্রফেসর হিসেবে পদোন্নতি পান এবং এই বিশ্ববিদ্যালয়ের উপযাচার্যের দায়িত্ব পালন করেছেন।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষক হিসেবে তার ১০টি গ্রন্থ ও ১২টি প্রবন্ধ প্রকাশনা রয়েছে। আসকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (১৯৯৯-২০০০) ছিলেন। তিনি ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির আজীবন সদস্য।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //