সেলিম সোলায়মানের ভ্রমণ বিষয়ক বইয়ের পাঠ উন্মোচন

লেখক সেলিম সোলায়মানের চীন বিষয়ক অষ্টম ভ্রমণ বিষয়ক বই ‘তিয়েন আন মেনে পথ হারিয়ে’ এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) শীত উপেক্ষা করে মাঘের ভোরে ধানমন্ডি লেক পাড়ের মোগল সাম্পান রেস্তোরাঁর খোলা চত্বরে ঢাকার বইপ্রেমী সুধীদের উপস্থিতিতে এ পাঠ উন্মোচন হয়।

গীতিকার, নাট্যকার, লেখক ও শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক আ বা ম ছালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন খ্যাতিমান শিল্পী সৌমিত রায়।

‘তিয়েন আন মেনে পথ হারিয়ে’ বইটি থেকে অংশবিশেষ পাঠ করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন শিশু শিল্পী রূপকথা রহমান, উচ্ছল নাদিফ ও বাচিক শিল্পী রোটারিয়ান ফরিদা রুমা।

বইমেলা ২৫ উপলক্ষে বইটি প্রকাশ করেছে সৃজনশীল বইয়ের খ্যাতিনামা প্রকাশনা সংস্থা উৎস প্রকাশন।

আলোচনা পর্বে সেলিম সোলায়মানের লেখালেখি নিয়ে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা কবি, লেখক, চলচ্চিত্রকার ফরিদুর রহমান, কবি আব্দুর রব, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাহিম এইচ শাহেদ, লেখক গোলাম শফিক, সান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  ও চিত্রশিল্পী আব্দুল হালিম মন্টু।

পাঠ উন্মোচন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্বনামখ্যাত স্থপতি ও শিল্পী রেজাউর রহমান ও তার প্রতিভাময়ী কন্যা রূপকথা রহমান, শিল্পী জাকির হোসেন তপন, সঙ্গীত শিক্ষিকা ও শিল্পী জান্নাত ই ফেরদৌসি, ব্যাংকার ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী গৌরাঙ্গ কুন্ডু।

এছাড়াও অনুষ্ঠানের নানা পর্যায়ে গান গেয়ে উপস্থিত সুধীদের মাতিয়ে রাখেন শখের গায়ক গায়িকা ও লেখকের শুভানুধ্যায়ী গল্পকার সানোয়ার মনি, মঞ্জু আলম, সাবিনা সিদ্দিকা ও আদরের উচ্ছল নাদিফ।

এ সময় কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপিকা নীলিমা পারভীন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh