১২ জন লেখক ও এক সাংবাদিক পেলেন ‘বইমেলা সেরা বই পুরস্কার ২০২৫’। পুরস্কারপ্রাপ্তরা হলেন আবিদ আজম, সাবরিনা শুভ্রা, মো. মেহেদী হাসান, জয়শ্রী দাস, মাহবুব নাহিদ, হোমায়রা মোর্শেদা আখতার, ফাতেমা কাওসার, শিমুল পারভীন, জাকির মুরাদ, মোরশেদ কমল, মোহাম্মদ কুতুবউদ্দিন এবং ফারজানা ইসলাম।
অমর একুশে বইমেলার বিশেষ বুলেটিন ছুটির দিনের বইমেলা প্রবর্তিত এই পুরস্কারে এবার ‘সেরা রিপোর্টার’ ও ‘জুলাই সাহিত্য’নামে দুটি নতুন ক্যাটাগরি যুক্ত হয়েছে। প্রথমবারের মতো সেরা রিপোর্টার পুরস্কার পেলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক মোস্তফা মতিহার।
শনিবার (২২ মার্চ) বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
ইঞ্জিনিয়ার ও লেখক এ কে এম রেজাউল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জাসাসের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী ও কবি আসাদ কাজল।
স্বাগত বক্তব্য দেন শিশুসাহিত্যিক মামুন সারওয়ার, কবি ইমরান মাহফুজ, ছুটির দিনের বইমেলার সম্পাদক দীপান্ত রায়হান।
মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “লেখকদের এই পুরস্কার তাদের দায়িত্ববোধ অনেক বাড়িয়ে তুলেছে। আর বইমেলার রিপোর্ট করা সাংবাদিকদেরও ধন্যবাদ জানাই। কারণ সাংবাদিকরা যদি যদি ভালো বই ও লেখকের খবর না তুলে ধরতেন তাহলে আমরা একুশে বইমেলার অনেক গুরুত্বপূর্ণ সংবাদ পেতাম না।”
তিনি বলেন, “গত ১৫ বছর যাবত দেশ এক নরকে পরিণত হয়েছিল। দমন পীড়নের বিষয় নিয়ে যদি কথা বলি তাহলে এদেশের প্রতিটি মানুষই এক একটা করে বই লিখতে পারবে। অনেকে মনে করে, ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে এটি ভুল ধারণা। আবরার ফাহাদ তার জীবন দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছে।”
ছুটির দিনের বইমেলার সম্পাদক দীপান্ত রায়হান বলেন, “আমাদের সামগ্রিক জীবনে বড় ধরনের পরিবর্তনের হাওয়া লেগেছে। এই পরিবর্তিত সময়ে আমরা ভার্চুয়াল অবাস্তব জীবনের সঙ্গে যুক্ত হচ্ছি। বই ও প্রকাশনার আনন্দ থেকে আমরা ক্রমেই দূরে সরে যাচ্ছি। এই দূরত্ব যেন পারস্পরিক শ্রদ্ধাবোধ, আবেগ-অনুভূতি প্রকাশে বিঘ্ন না ঘটায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।”
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh