চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৮৩০ জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, এ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে এমন ১০৭২ জনকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার এ ভাইরাসে নতুন করে আটজনের মৃত্যু এবং দেশব্যাপী আরো ২৫৯ জনের নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়ায় এ সংখ্যা সংশোধন করা হয়।

তারা আরো জানায়, মোট আক্রান্ত ৮৩০ জনের মধ্যে ১৭৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে চীনের উহান ও এর পার্শ্ববর্তী কয়েকটি শহরের প্রায় ১ কোটি মানুষকে কার্যকরভাবে আলাদা করে রাখা হয়েছে।

দেশব্যাপী এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে বেইজিং। কারণ, নতুন চন্দ্র বর্ষের ছুটির জন্য এ সপ্তাহে কোটি কোটি লোক ইতোমধ্যে দেশব্যাপী ভ্রমণ শুরু করেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //