উহানে জন্মের পর করোনাভাইরাসে আক্রান্ত নবজাতক

জন্মের মাত্র ৩০ ঘণ্টার মধ্যেই চীনের এক নবজাতকের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। 

ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত ২ ফেব্রুয়ারি জন্ম নেয়া একদিনের ওই শিশুকে নিয়ে হইচই শুরু হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই শিশুটিই এখন সর্বকনিষ্ঠ যার দেহে এই মারাত্মক ভাইরাসের লক্ষণ মিলল।

ওই নবজাতক ছেলে না মেয়ে, তা জানা যায়নি। তবে চীনা সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শিশুটির মার শরীরে ওই ভাইরাস ছিল। তার থেকে শিশুর দেহেও সংক্রমণ ছড়িয়েছে। আইসোলেশনে রেখে মা ও শিশুর চিকিৎসা চলছে। তবে তারা কেমন আছেন, তা জানা যায়নি। 

চীনা সরকারি সংবাদ সংস্থা গত সোমবার জানিয়েছিল, গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত এক নারী সন্তানের জন্ম দিয়েছেন। তবে সেই শিশুটির দেহে ভাইরাস মেলেনি।

চীনে সবচেয়ে বেশি বয়সে যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার বয়স ৯০ বছর। যারা মারা গেছেন, তাদের মধ্যে ৮০ শতাংশের বয়সই ৬০ বছর বা তার ওপরে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //