করোনাভাইরাস: চীনে মৃতের সংখ্যা ১৩৮০, নতুন আক্রান্ত ৫০৯০

চীনে ছড়িয়ে পড়া নতুন ও প্রাণঘাতী করোনাভাইরাসে দেশটিতে এ পর্যন্ত ১৩৮০ জনের জীবন কেড়ে নিয়েছে। এদিকে নতুন করে ৫০৯০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বলেছে, তারা ৩১টি প্রাদেশিক অঞ্চল এবং অর্থনৈতিক ও আধা-সামরিক সংস্থা জিনজিয়াং প্রোডাকশন এন্ড কনস্ট্রাকশন কোরের পাঠানো রিপোর্টে ৫০৯০ জন নতুন করে করোনাভাইরাস আক্রান্ত এবং ১২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, নিহতদের মধ্যে ১১৬ জন হুবেই প্রদেশের, ২ জন হেইলংজিয়াংয়ের এবং আনহুই, হেনান ও চংকুইংয়ে ১ জন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

কমিশন জানায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অপর ২৪৫০ জন ভাইরাস আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ২,১৭৪ জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে, তবে সুস্থ হওয়ার পরে ১,০৮১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

এদিন পর্যন্ত চীনে মোট আক্রান্তদের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩,৮৫১ জন এবং মৃতের সংখ্যা ১,৩৮০জন।

ভাইরাস থেকে মুক্ত হওয়ার পরে মোট ৬,৭২৩ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //