করোনা মোকাবিলায় থাইল্যান্ডে রাত্রিকালীন কারফিউ জারি

করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে অন্যান্য বিধিনিষেধের পাশাপাশি রাজধানী ব্যাংকক ও নয়টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করেছে থাইল্যান্ড।

দেশটিতে এপ্রিলে শুরু হওয়া সংক্রমণের তৃতীয় ধাপে দৈনিক সংক্রমণের সংখ্যা ৯ হাজার ২৭৬ ও মৃতের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (৯ জুলাই) দীর্ঘ বৈঠকের পরে সরকারের করোনা বিষয়ক টাস্কফোর্সের এক কর্মকর্তা বিধিনিষেধ আরো কড়াকড়ির ঘোষণা দেন। এতে বলা হয়, আগামী সোমবার রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ বলবত থাকবে এবং এ সময় জনগণকে ঘরে থাকতে বলা হয়েছে। 

এই ঘোষণায় রাজধানীর ১ কোটির বেশি লোকের পাশপাশি আশপাশের এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশের জনগণের ওপর প্রভাব পড়বে। 

টাস্কফোর্সের সহকারী মুখপাত্র আপিশামাই শ্রীরঙ্গসন বলেন, ‘সর্বাধিক বিধিনিষেধ আরোপ এলাকায় বসবাসকারী লোকদের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী, তবে এটি রোগ নিয়ন্ত্রনে সহায়ক হবে, এতে থাইল্যান্ড জয়ী হবে। এ সময় অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ থাকবে।’ 

বাসিন্দাদের পাঁচজনের বেশি লোকের একত্রে জড়ো হতে নিষেধ করা হয়েছে, অন্যদিকে গণপরিবহন প্রতিদিন রাত ৯টা থেকে বন্ধ থাকবে। 

সুপারমার্কেট, রেস্তোরা, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রোনিকস দোকান খোলা থাকবে, অন্যান্য দোকান অবশ্যই বন্ধ রাখতে হবে। 

এয়ার এশিয়া শুক্রবার সন্ধ্যায় বলেছে, সরকালের প্রটেষ্টায় সহযোগিতার জন্য অভ্যন্তরীণ ভ্রমণ হ্রাসের জন্য তারা থাইল্যাান্ডে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রাখবে। তারা ক্ষতিগ্রস্ত যাত্রীদের সাথে যোগাযোগ রাখবে এবং ১ আগস্ট পুনরায় ফ্লাইট চালু হবে। -এএফপি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //