ইন্দোনেশিয়ার কারাগারে ভয়াবহ আগুন, মৃত অন্তত ৪০

ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ আগুনে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে দেশটির বানতেন প্রদেশের তাংগেরাং কারাগারে এই ঘটনা ঘটে।

কারাগারটিতে ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি বন্দি রয়েছে। দেশটির সরকারের এক মুখপাত্র ও সংবাদমাধ্যমগুলো এসব তথ্য জানিয়েছে।

দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারাগার বিষয়ক দফতরের মুখপাত্র রিকা আপরিয়ান্তি জানান, রাত ১টা থেকে ২টার মধ্যে প্রদেশটির তাংগেরাং কারাগারের সি ব্লকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, এখনো সেখানে উদ্ধার কাজ চলছে। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

রিকা আরো জানান, কারাগারের সি ব্লকে মাদক অপরাধ সম্পর্কিত মামলার আসামিদের রাখা হয়েছিল এবং সেখানে মোট ১২২ জন ছিলেন। তবে অগ্নিকাণ্ডের সময় সেখানে ঠিক কতজন বন্দি ছিল, তা তিনি জানাননি। তিনি অবশ্য স্বীকার করেছেন, কারাগারের ওই ব্লকে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দিকে রাখা হয়েছিল।

দেশটির কম্পাস টিভির ফুটেজে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু হয়েছে এবং আটজন গুরুতর আহত হয়েছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

পুলিশের মুখপাত্র ইয়ুসরি ইউনুস বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় ৭১ জন সামান্য আহত হয়েছের বলেও জানান তিনি। 

সেপ্টেম্বর মাসের সরকারি তথ্য অনুযায়ী, তাংগেরাং কারাগারে দুই হাজারের বেশি বন্দি রয়েছে। যা এর ৬০০ জন বন্দির ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। -দ্য স্ট্রেইট টাইমস

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //