ফিলিপাইনে ঝড়ে ৯ জনের প্রাণহানি

ফিলিপাইনে প্রবল বৃষ্টি, ঝড় ও ভুমিধসের ঘটনায় অন্তত নয়জন মারা গেছে ও আরো ১১ জন নিখোঁজ রয়েছে। দেশটিতে প্রবল বৃষ্টিতে গ্রামগুলো প্লাবিত হয়েছে ও ভূমিধস শুরু হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ আজ মঙ্গলবার (১২ অক্টোবর) এ কথা জানায়।

ক্যাগায়ান প্রদেশের তথ্য কর্মকর্তা রোগেলিও সেন্ডিং জানিয়েছেন, ১১টি পৌরসভা প্লাবিত হয়েছে। মহাসড়ক ও সেতুগুলো তলিয়ে গেছে। তবে মঙ্গলবার সকাল থেকে পানি কমতে শুরু করেছে।  

গ্রীষ্মমণ্ডলীয় ভয়াবহ ঝড় কমপাসু গতকাল সোমবার (১১ অক্টোবর) জনবহুল লুজন দ্বীপে তাণ্ডব চালায়। এরপর এটি দক্ষিণ চীন সাগরের দিকে ধেয়ে যায়। ভূমিধসে স্থলবেষ্টিত পার্বত্য প্রদেশ ব্যাংকুয়েটে চারজনের প্রাণহানি ঘটে। ক্যাগায়ানে একজন ডুবে মারা গেছে।

জাতীয় দুর্যোগ সংস্থা এ কথা জানিয়ে বলেছে, লুজনে আরো সাতজন নিখোঁজ রয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান দ্বীপে তীব্র ঝড়ে চারজন মারা গেছে ও আরো চারজন নিখোঁজ রয়েছে। -এএফপি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : ফিলিপাইন ঝড়

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //