সুচির বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় স্থগিত

মিয়ানমারের সামরিক আদালত দেশটির গণতান্ত্রিক নেতা অং সান সুচির বিরুদ্ধে আনা দুর্নীতি মামলার রায় স্থগিত করা হয়েছে। দেশটির সামরিক সরকারের একজন মুখপাত্র এসব কথা জানিয়েছেন। এই মামলায় দোষী সাব্যস্ত হলে ১৫ বছরের সাজা হতে পারে সুচির।

তার বিরুদ্ধে করা একাধিক দুর্নীতি মামলার মধ্যে একটির রায় আজ সোমবার (২৫ এপ্রিল) ঘোষণার দিন ধার্য ছিল।

সামরিক সরকারের মুখপাত্র জাও মিন তুন বার্তা সংস্থা এএফপিকে বলেন, আজ কোনো রায় হচ্ছে না। তবে কবে নাগাদ রায় ঘোষণা হতে পারে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

গত বছরের অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর নোবেল বিজয়ী সুচির বিরুদ্ধে উসকানি, ঘুষ নেওয়া থেকে শুরু করে নির্বাচনী ও রাষ্ট্রীয় গোপনীয় আইন লংঘনসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

দোষী সাব্যস্ত হলে সব মামলার রায় মিলিয়ে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেত্রীর সাজা দেড়শ বছর ছাড়িয়ে যেতে পারে। এখন পর্যন্ত দুটি ছোটখাট অপরাধে সুচি দোষী সাব্যস্ত হয়েছেন এবং এতে তার ছয় বছরের সাজা হয়েছে।

বাকি মামলাগুলোর রায় হতে কয়েক বছর লেগে যেতে পারে। এতে দেশটির স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সুচির রাজনীতিতে ফেরার সুযোগ নেই বললেই চলে।

এই মামলা প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত একটি সূত্র বলেছে, ইয়াঙ্গুনের সাবেক চিফ মিনিস্টার ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ ডলার ও ১১ দশমিক ৪ কেজি স্বর্ণ ঘুষ নেওয়ার মামলায় আজ রায় দিতে পারেন বিচারক। একসময় ফিওকে সুচির উত্তরসূরি মনে করা হতো। গত বছরের অক্টোবরে দেওয়া সাক্ষ্যে তিনি সুচিকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছিলেন।

তার এই সাক্ষ্য জাতীয় টেলিভিশনে আলাদাভাবে সম্প্রচার করে সেনা সরকার। তবে এই অভিযোগকে ‘হাস্যকর’ মন্তব্য করে নাকচ করে দেন সুচি। তিনি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

৭৬ বছর বয়সী সুচিকে গ্রেপ্তারের পর থেকে অজ্ঞাত এক স্থানে আটকে রাখা হয়েছে, তাকে কারও সাথে দেখা করতে দেওয়া হয় না। 

-রয়টার্স 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //