আফগানিস্তানে মাজার-ই-শরীফ জেলায় গতকাল বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুইটি পৃথক মিনিবাসে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন ও ১৩ জন আহত হন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশের বালখ প্রদেশের প্রাদেশিক পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি বলেন, গতকাল বৃহস্পতিবারের মাজার-ই-শরীফের পৃথক জেলায় ঠিক কয়েক মিনিটের ব্যবধানে মধ্যে বিস্ফোরণগুলো ঘটে।
তিনি আরো বলেন, ওই মিনিবাসের সব যাত্রী রোজা ছিলেন এবং ইফতারের জন্য বাড়ির দিকে যাচ্ছিলেন। তারা শিয়া বংশোদ্ভূত হওয়ায় এ হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
হামলার কয়েক ঘণ্টা পর জঙ্গিগোষ্ঠী আইএস এর দায় স্বীকার করে টেলিগ্রামে পোস্ট করেছে।
তালেবানের দাবি, তারা জঙ্গিগোষ্ঠী আইএসকে পরাজিত করেছে। কিন্তু আন্তর্জাতিক এই সন্ত্রাসী গোষ্ঠীটি আফগানিস্তানের নতুন শাসকদের কাছে এখনো একটি প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
বিষয় : আফগানিস্তান বোমা হামলা আইএস তালেবান
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh