তুরস্কে জীবনযাত্রার ব্যয় বেড়েছে

তুরস্কে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। গত এপ্রিল মাসে দেশটিতে মুদ্রাস্ফীতির হার বেড়েছে প্রায় ৭০ শতাংশ।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ানের অর্থনৈতিক নীতির কারণেই এমন সংকট তৈরি হয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। খবর আল জাজিরা।

তুরস্কের জাতীয় পরিসংখ্যান সংস্থা আজ শুক্রবার (৬ মে) জানিয়েছে, মার্চে ৬১.১৪ শতাংশের তুলনায় এপ্রিল মাসে ভোক্তা মূল্য সূচক বার্ষিক ৬৯.৯৭ শতাংশ বেড়েছে। এরদোগান জোর দিয়ে বলেছেন অর্থনৈতিক ভোক্তাদের মূল্যবৃদ্ধি কমিয়ে আনতে সুদের হারে তীব্র হ্রাস প্রয়োজন।

এদিকে ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রার লিরার ব্যাপক দরপতন ঘটেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং কোভিডের কারণে জ্বালানি শক্তির দাম বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদন কমেছে। ফলে দেশটিতে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে ব্যয় বেড়ে যাচ্ছে।

এদিকে এরদোগান সুদের হার কমানোর জন্য স্বাধীন কেন্দ্রীয় ব্যাংকের উপর চাপ সৃষ্টি করছেন।

তবে বিশ্লেষকরা জানিয়েছেন, এরদোয়ান ক্ষমতা গ্রহণের পর দেশটিতে মূল্যস্ফীতির হার সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে। তার ভিন্ন অর্থনৈতিক নীতির কারনেই দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করছেন বিশ্লেষকরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //