আকর্ষণ এড়াতে আফগান নারীদের বোরকা পরার নির্দেশ

আফগানিস্তানে নারীদের ঘরের বাইরে সম্পূর্ণ শরীর ঢাকা বোরকা পরার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা ও তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা।

আজ শনিবার (৭ মে) জারি করা এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

গত বছরের আগস্টে তালেবান ক্ষমতা দখল করার পর নারীদের ওপর কঠোর বিধিনিষেধ জারির ধারাবাহিকতায় নতুন এ নিয়ন্ত্রণ আরোপ হলো।

হাইবাতুল্লাহ আখুন্দজাদার জারি করা আদেশটি আজ শনিবার (৭ মে) কাবুলের এক অনুষ্ঠানে প্রকাশ করেছে তালেবান কর্তৃপক্ষ। 

আদেশে বলা হয়, ‘তাঁদের (নারীদের) উচিত চাদরি (মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত ঢেকে থাকা বোরকা) পরা। এটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ পোশাক।’

আদেশে আরো বলা হয়, ‘যেসব নারী খুব বেশি বয়স্ক নন, আবার তরুণও নন, তাঁদের অবশ্যই শরিয়া নির্দেশ অনুযায়ী চোখ ছাড়া পুরো মুখ ঢেকে রাখতে হবে। যেন মাহরাম (কাছের সম্পর্কের প্রাপ্তবয়স্ক পুরুষ স্বজন) ছাড়া অন্য পুরুষদের সঙ্গে দেখা হওয়ার সময় তাঁরা আকর্ষণ এড়াতে পারেন।’

তালেবান প্রধানের ওই আদেশে উল্লেখ করা হয়েছে, নারীদের যদি বাইরে কাজ না থাকে, তাঁদের বাড়িতে অবস্থান করাই ভালো।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীনও নারীদের ওপর একই ধরনের কড়াকড়ি আরোপ করেছিল তালেবান। সূত্র: এএফপি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //