হংকংয়ের পরবর্তী প্রধান নির্বাহী জন লি

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন জন লি কা-চিউ।

আজ রবিবার (৮ মে) এক ভোটাভুটিতে তিনি সাবেক প্রধান ক্যারি লামকে হারিয়ে দেন। 

ভোট শেষে প্রাপ্ত ফলে দেখা যায়, ১ হাজার ৪১৬ ভোটে নির্বাচিত হয়েছেন জন লি। ক্যারি লামকে তিনি ৮ ভোটে হারিয়েছেন।

সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা থেকে হংকংয়ের এই গুরুত্বপূর্ণ পদে এই প্রথম তিনি স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

বেইজিংয়ের আরোপিত বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন হংকং-এ বাস্তবায়নে ভূমিকা রাখায় ৬৪ বছর বয়সী জন লি’র ওপর ২০২০ সালে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

অভিযোগ রয়েছে, গণতন্ত্রপন্থী আন্দোলনকে বাধাগ্রস্ত করে বিতর্কিত ওই আইনের অধীনে হংকংয়ে এখন পর্যন্ত দেড়শতাধিক লোককে আটক করা হয়েছে। অনেক গণতন্ত্রপন্থী নেতাকে জেলেও পাঠানো হয়। বেইজিং প্রশাসনের ভয়ে অনেকে চুপ হয়ে গেছে, কেউ কেউ পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন।

চীনা কর্তৃপক্ষ জানায়, ২০১৯ সালের গণতন্ত্রপন্থী বিক্ষোভের কারণে স্থিতিশীলতা পুনরুদ্ধারে আইনটি প্রয়োজনীয়। আইনটির বিরুদ্ধে নিন্দা জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //