চীনের তৃতীয় বিমানবাহী রণতরী উদ্বোধন

তৃতীয় বিমানবাহী রণতরী উদ্বোধন করেছে চীন। আজ শুক্রবার (১৭ জুন) সর্বাধুনিক প্রযুক্তির এই রণতরীটি বাহিনীতে যুক্ত করা হয়।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, রণতরীটির নাম দেওয়া হয়েছে ফুজিয়ান। এটি চীনের নিজস্ব ডিজাইনের প্রথম বিমানবাহী রণতরী। সাংহাইয়ের জিয়াংনান শিপইয়ার্ডে এটি নির্মাণ করা হয়েছে।

রণতরীটির ডেকে বিমান উড্ডয়ন ও অবতরণের জন্য ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট ও অ্যারেস্টিং ডিভাইস ব্যবহার করা হয়েছে। চীনের আগের দুটি বিমানবাহী রণতরী- লিয়াওনিং ও শ্যানডংয়ে এই ব্যবস্থা নেই। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোতেও এই অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। এর ফলে রণতরীটি থেকে আরও গোলাবারুদসহ বিভিন্ন ধরণের বিমান দ্রুত উড্ডয়ন করতে পারবে।

চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির (পিএলএ নেভি) আধুনিকীকায়নের চলমান প্রচেষ্টার অংশ হচ্ছে ফুজিয়ান। চীনের প্রথম বিমানবাহী রণতরী লিয়াওনিং সোভিয়েত আমলের এবং দ্বিতীয় রণতরী শানডং তৈরি করা হয়েছিল লিয়াওনিংয়ের নকশার উপর ভিত্তি করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //