চীনের সাংহাইয়ে একটি ভবনের তৃতীয় তলা থেকে একটি ইলেক্ট্রিক গাড়ি পড়ে গিয়ে দুইজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৪ জুন) গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এনআইও এই তথ্য নিশ্চিত করে। এর আগে স্থানীয় সময় বুধবার (২২ জুন) বিকাল ৫টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, এনআইও কোম্পানির একজন কর্মী ও এর একজন শেয়ার কোম্পানির এক ব্যক্তি।
প্রতিষ্ঠানটি জানায়, সাংহাইয়ে তাদের সদর দপ্তরের তৃতীয় তলা থেকে গাড়িটি নিচে পড়ে যায়। এতেই ঘটে দুর্ঘটনা।
কোম্পানিটি আরো জানিয়েছে যে, এটি অবিলম্বে সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় ঘটনার তদন্ত শুরু করেছে।
তৃতীয় তলা যেখান থেকে গাড়িটি পড়ে যায় সেটিকে শোরুম, পরীক্ষা-নিরীক্ষা বা গাড়ির পার্ক বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে।
বৈদ্যুতিক যানবাহন শিল্পে আধিপত্য বিস্তার করতে চীনের স্বদেশি ড্রাইভের শীর্ষে রয়েছে এনআইও ৷ ঘন ঘন চার্জ করার বিষয়ে গ্রাহকের উদ্বেগ দূর করার উপায় হিসাবে এটি তার গাড়িতে বিনিময়যোগ্য ব্যাটারির ওপর বড় বাজি ধরেছে। সূত্র : বিবিসি
বিষয় : চীন ইলেকট্রিক গাড়ি দুর্ঘটনা
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh