পুরুষের চেয়ে নারীর যৌনসঙ্গী বেশি ভারতের ১১ রাজ্যে

ভারতের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষদের তুলনায় নারীদের গড়ে বেশি যৌনসঙ্গী রয়েছে। তবে স্ত্রী ছাড়া অন্য নারীর সাথে যৌনমিলন করেছেন এমন পুরুষের সংখ্যা ৪ শতাংশ। এ ক্ষেত্রে নারীদের সংখ্যা মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ।

আজ শুক্রবার (১৯ আগস্ট) জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষার বরাত দিয়ে এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

২০১৯-২১ সালে ২৮টি টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চলে জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা-৫  পরিচালিত হয়েছিল। এতে অংশ নিয়েছিল এক লাখ ১০ হাজার নারী ও এক লাখ পুরুষ। তাতে দেখা গেছে, অনেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নারীদের যৌন সঙ্গীর সংখ্যার গড় পুরুষদের তুলনায় বেশি।

এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো হলো রাজস্থান, হরিয়ানা, চন্ডিগড়, জম্মু ও কাশ্মির, লাদাখ, মধ্যপ্রদেশ, আসাম, কেরালা, লক্ষদ্বীপ, পুদুচেরি এবং তামিলনাড়ু। রাজস্থানে নারীদের যৌনসঙ্গীর সংখ্যা সবচেয়ে বেশি ছিল-৩ দশমিক ১ শতাংশ। এই রাজ্যে পুরুষদের যৌনসঙ্গীর গড় ১ দশমিক ৮ শতাংশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //