সমকামিতাকে বৈধতা দিচ্ছে সিঙ্গাপুর

সমকামিতাকে বৈধতা দিতে যাচ্ছে সিঙ্গাপুর। দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দিয়েছেন।

সিঙ্গাপুর দীর্ঘদিন রক্ষণশীল মূল্যবোধ ধারণ করে আসছিল। তবে সম্প্রতি নগর রাষ্ট্রটির অনেক বাসিন্দা সমকামিতাকে অবৈধ বলে চিহ্নিত করা দণ্ডবিধির ৩৭৭ এর ক ধারাটি বাতিলের দাবি জানিয়ে আসছে। সিঙ্গাপুরের আগে সমকামিতাকে বৈধতা দেওয়া এশিয়ার দেশগুলো হচ্ছে, ভারত, তাইওয়ান ও থাইল্যান্ড।

স্থানীয় সময় গতকাল রবিবার (২১ আগস্ট) রাতে প্রধানমন্ত্রী লি হঠাৎ করে সমকামিতা নিষিদ্ধ করা আইনটি বাতিলের ঘোষণা দেন। 

তিনি বলেছেন, তার বিশ্বাস ‘সঠিক কিছু করার এখন সময় এবং এমন কিছু যা অধিকাংশ সিঙ্গাপুরবাসী গ্রহণ করবে।’

লি বলেন, ‘সমকামি মানুষদের এখন আরও ভালোভাবে গ্রহণ করা হবে। বর্তমান সামাজিক নৈতিকতা অনুযায়ী সিঙ্গাপুরের সমকামিরা কিছুটা স্বস্তি পাবে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //