হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না পূজামণ্ডপে!

আর কিছুদিন পরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে বিভিন্ন দেশে পূজামণ্ডপগুলোতে শুরু হয়েছে প্রস্তুতি। প্রতিবেশী দেশ ভারতে প্রতিবছরই সাড়ম্বরে এ উৎসব আয়োজন করা হয়। তবে, দুর্গাপূজার উৎসবের প্রস্তুতির মধ্যেই গণেশ পূজাকে ঘিরে এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে মুম্বাইয়ের আন্ধেরিচা রাজা পূজামণ্ডপ কমিটি। যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

সম্প্রতি এক নোটিশে ওই কমিটি শালীন পোশাকে গণেশ পূজার মণ্ডপে আসতে ভক্তদের অনুরোধ জানিয়েছে। সেখানে বলা হয়েছে, হাতাকাটা পোশাক এবং হাফপ্যান্ট পরলে গণেশ পূজার মণ্ডপ পরিদর্শন করতে দেওয়া হবে না।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

জানা গেছে, এই ঘটনা নতুন নয়। বেশ কিছু বছর ধরেই মুম্বইয়ের আন্ধেরিচা রাজা পূজামণ্ডপ কমিটি গণেশ ভক্তদের কাছে দর্শনের সময় সাবেকি পোশাক কিংবা অন্তত শালীন পোশাক পরার জন্য নোটিশ জারি করে।

এই বিষয় আন্ধেরিচা রাজার আজাদনগর সার্বজনীন উৎসব সমিতির প্রধান উপদেষ্টা যশোধর ফাঁসে বলেন, ‘১২ বছর ধরে আমরা ভক্তদের হাফ প্যান্ট বা হাতাকাটা পোশাক না পরে সাবেকি বা শালীন পোশাক পরার অনুরোধ করে আসছি। গণেশ চতুর্থী একটি ঐতিহ্যবাহী উৎসব। তাই আমরা আশা করতেই পারি যে, এই সময় অন্তত ভক্তরা বিশেষ করে তরুণ প্রজন্ম শালীন পোশাক পরবে।’

পূজামণ্ডপের মুখপাত্র উদয় সালিয়ান বলেন, ‘আমরা আমাদের প্যান্ডেলের কাছে কয়েক জোড়া ট্র্যাক প্যান্ট রেখেছি, যারা পোশাকবিধি সম্পর্কে সচেতন নন, তাদের জন্য যথাযথ ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীরা ট্র্যাক প্যান্ট পরে প্যান্ডেলে প্রবেশ করতে পারবে।’

আনন্দবাজার জানিয়েছে, শুধু এই একটি পূজামণ্ডপ কমিটি নয়, মুম্বাইয়ের একাধিক মণ্ডপের পক্ষ থেকে শালীন পোশাক পরার জন্য প্রচারণা চালানো হচ্ছে।

এ বিষয়ে শহরটির গণেশ গলির মুম্বইচা রাজার যুগ্ম সম্পাদক অদ্বৈত পেদামকর বলেন, ‘পূজোর সময় কী ধরনের পোশাক পরা উচিত, সে সম্পর্কে আমরা সচেতনতা তৈরি করছি। কিন্তু আমরা এটি বাধ্যতামূলক করছি না। তারা কী পরবেন, তা মানুষের পছন্দ। আমরা শুধু সচেতনতা তৈরি করছি।’

মুম্বাইয়ের আরেক জনপ্রিয় লালবাগ কা রাজা মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো পোশাকবিধি মেনে চলার জন্য ভক্তদের বাধ্য করেন না।

লালবাগ কা রাজা গণেশ উৎসব মণ্ডলের সভাপতি বালা কাম্বলে বলেন, ‘লোকে কী পরবেন, তার ওপর আমাদের কোনও বিধিনিষেধ আরোপ করি না। এটা সম্পূর্ণ ভক্তের ইচ্ছার ওপর নির্ভর করবে তারা কী পরতে চান।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //