কাবুলে মসজিদের কাছে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ৪

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক মসজিদের কাছে শক্তিশালী বিস্ফোরণে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এপির প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলে ওয়াজির মোহাম্মদ আকবর খান মসজিদের কাছে একটি বিস্ফোরণ ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকুর জানিয়েছেন, মুসল্লিরা যখন মসজিদ থেক বের হয়ে আসছিলেন তখন এই বিস্ফোরণ ঘটে। হতাহতদের সবাই বেসামরিক লোক বলে জানান তিনি।

ঘটনাস্থলে দেশটির নিরাপত্তা বাহিনী পৌঁছেছে এবং অঞ্চলটি ঘিরে রেখেছে। প্রতক্ষ্যদর্শীরা তোলো নিউজকে বলেন, ম্যাগনেটিক বোমা দিয়ে এই বিস্ফোরণ হয়েছে।

এমার্জেন্সি এনজিও টুইটে বলেছে, আজকের বিস্ফোরণে এখন পর্যন্ত ১৪ জন হতাহতের খবর পাওয়া গেছে। ইতোমধ্যে চারজন নিহত হয়েছেন। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //