দিল্লিতে বিনামূল্যে মিলবে ৪৫০ মেডিকেল টেস্ট

ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশপাশের বাসিন্দারা হাসপাতালে ৪৫০ ধরনের মেডিকেল টেস্ট বিনামূল্যে করতে পারবেন।

গতকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এই নিয়ম চালু হবে। 

ইতোমধ্যে ভারতের কেন্দ্রশাসিত এই অঞ্চলের হাসপাতালে হিমোগ্লোবিন, স্টুল-ইউরিন, কিডনির কার্যকারিতা, লিভারের কার্যকারিতা, লিপিড প্রোফাইল, ব্লাডগ্লুকোজ র‌্যানডম টেস্টসহ ২১২ ধরনের মেডিকেল টেস্ট বিনামূল্যে করা হয়।

আগামী বছরের প্রথম দিন থেকে থেকে এই তালিকায় যুক্ত হচ্ছে ইসিজি, রেডিওলজিসহ আরো ২৩৮ ধরনের টেস্ট।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, আম আদমি পার্টির সরকার ধনী-দরিদ্র সব দিল্লিবাসীকে শিক্ষা ও উন্নত চিকিৎসাসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দিন দিন দেশে স্বাস্থ্যসেবা বাবদ ব্যয় বাড়ছে। সেই সাথে চিকিৎসা ব্যয় মেটাতে ভোগান্তিও বাড়ছে দরিদ্রদের। মূলত তাদের বিষয়টি বিবেচনা করেই এই পদক্ষেপ নিয়েছে সরকার।

দিল্লি রাজ্য সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে দিল্লির বিভিন্ন মহল্লায় অবস্থিত ক্লিনিক (মহল্লা ক্লিনিক) ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নতুন সেবা দেওয়া হবে। পরে ধীরে ধীরে হাসপাতালগুলোতেও সরকারের এই আদেশ কার্যকর করা হবে।

বিনামূল্যের এই সেবা ভারতের নাগরিক ও দিল্লির স্থায়ী বাসিন্দারাই ভোগ করতে পারবেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //