অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৫ পিএম
আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৬ পিএম
বড় মেয়ে নুরুল ইজ্জাহকে অর্থনীতি ও অর্থ বিষয়ক উপদেষ্টা নিয়োগ দেওয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে আনা হল স্বজনপ্রীতির অভিযোগ। সমালোচকরা বলছেন, ইজ্জাহর অর্থনীতি ও অর্থ বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই।
সিঙ্গাপুর ভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানায়, সাধারণ নির্বাচনে আসন হারানো ৪২ বছর বয়সী ইজ্জাহকে অবশ্য উপদেষ্টা হিসেবে কাজের জন্য কোনো অর্থ দেওয়া হবে না।
তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মালয়েশিয়া (টিআইএম) বলেছে, এটি (উপদেষ্টা হিসেবে নিয়োগ) ঠিক হয় নি। বিষয়টি সংশোধন করা না হলে এটি দুর্নীতি উপলব্ধি সূচকে একটি ফ্যাক্টর হিসেবে গণ্য করা হবে।
টানা তিন দশক ধরে প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার জন্য আনোয়ার ইব্রাহিম সংগ্রাম চালিয়েছেন এবং সমকামিতা ও দুর্নীতির দায়ে নয় বছর জেল খেটেছেন। বহু চড়াই-উতরাই শেষে ৭৫ বছর বয়সী এই রাজনীতিক সরকারের শীর্ষ পদে বসেন গতবছরের নভেম্বর মাসে।
মালয়েশিয়ার সাংবিধানিক রাজা সুলতান আব্দুল্লাহ ঐতিহাসিক ঐকমত্যের সরকারের নেতৃত্বে আনোয়ার ইব্রাহিমকে নিযুক্ত করার সিদ্ধান্ত দেওয়ার পর গত ২৩ নভেম্বর তিনি দেশটির দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh