মিয়ানমারে বিদ্রোহীদের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত অর্ধশত

মিয়ানমারের পাজিগি শহরে সামরিক শাসক বিরোধী ও ‘বিদ্রোহী’ গোষ্ঠীর একটি অনুষ্ঠানে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে চালানো এই হামলায় বেসামরিক নাগরিকসহ অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। 

মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে সাগাইং এলাকার বাসিন্দাদের উদ্ধৃত করে এবং স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা। সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ দখলের পর এটি সবচেয়ে খারাপ পরিস্থিতি বলে ধারণা করা হচ্ছে।

যে শহরে হামলা চালানো হয়েছে সেটি দুই বছর আগে সংঘটিত অভ্যুত্থানের বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত। আল-জাজিরার প্রতিবেদক জানান, বাসিন্দারা একটি প্রশাসনিক অফিসের উদ্বোধনের জন্য জড়ো হওয়ার সময় এই বিমান হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থলে একজন উদ্ধারকারী জানান, সকাল ৭টা ৩৫ মিনিটে জেট বিমান থেকে এই হামলা চালানো হয়। এ সময় একাধিক এমআই-৩৫ হেলিকপ্টার জেট বিমানের সঙ্গে ছিল। 

তিনি আরও জানান, এই হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা তার। 

তার ভাষ্য ‘ভয়ঙ্কর’ এই  হামলায় নিহতদের অধিকাংশ বেসামরিক লোক এবং স্থানটি বৈধ সামরিক লক্ষ্যবস্তু থেকে দূরে ছিল। 

সম্প্রতি মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং সশস্ত্র বিদ্রোহী দলগুলোর ‘জঙ্গি কার্যক্রম’ দমনে কার্যকর উদ্যোগ নেওয়ার অঙ্গীকার জানিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //