আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে আবারও সংঘর্ষ

ইউরোপ সীমান্তঘেঁসা দুই প্রতিবেশী রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজানের বাহিনীর মধ্যে সীমান্তে নতুন করে সংঘর্ষ হয়েছে। ইয়েরেভান সূত্রে এই খবর জানিয়েছে আল জাজিরা।

বাকু ও ইয়েরভান কয়েক দশক ধরে সীমান্ত বিরোধে জড়িয়ে রয়েছে। এই বিরোধের কেন্দ্রে আছে বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল।  

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত অনুযায়ী এটি আজারবাইজানের অংশ, তবে সেখানে থাকে মূলত জাতিগত আর্মেনিয়ানরা।

ইয়েরেভানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আজ শুক্রবার (১২ মে) বলেছে, আজারবাইজানি সেনাবাহিনী রাষ্ট্রীয় সীমান্তের পশ্চিম অংশের দিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা চালকবিহীন বিমান ব্যবহার করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আর্মেনিয়ার সেনাবাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

গতকাল বৃহস্পতিবার (১১ মে) সীমান্ত সংঘর্ষে আজারবাইজানের এক সৈন্য নিহত হন এবং আর্মেনিয়ার চার সৈন্য আহত হন।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রোববার আলোচনায় বসবেন। এতে নেতৃত্ব দেবেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //