ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৬ জন নিহত

ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় পাঁচজনের বেশি নিখোঁজ রয়েছেন। দেশটির মধ্য জাভা প্রদেশে এ ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় পুলিশ ও দুর্যোগ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মধ্য জাভা প্রদেশের পেকালঙ্গান শহরের পুলিশ প্রধান দনি প্রাকোসো স্থানীয় মেট্রো টিভিকে জানান, ১৬ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে স্থানীয় হাসপাতাল ও কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়েছে।

দনি প্রাকোসো আরও বলেন, গতকাল সোমবার ওই এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা এখনো নিখোঁজ পাঁচজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পেকালঙ্গান শহরে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এতে এখানকার পাহাড়ি এলাকাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় টেলিভিশনের ফুটেজে স্বেচ্ছাসেবীদের স্ট্রেচারে করে ধংসস্তুপের ভেতর থেকে দেহ উদ্ধার করতে দেখা গেছে। ওই এলাকার রাস্তাঘাটে কাদার পুরু আস্তরণ জমে গেছে।

দুর্যোগ কর্মকর্তা বেরগাস চাতুরশশি পেনাজ্ঞুগান বলেন, দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তিনি স্থানীয় কম্পাস টিভিকে বলেন, স্বেচ্ছাসেবীরা দুর্ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানো পৌঁছানো যাচ্ছে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh