আর্চারিতে তৃতীয় স্বর্ণ বাংলাদেশের

দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে আর্চারি ইভেন্ট থেকে তৃতীয় সোনার পদক পেয়েছে বাংলাদেশ। মিশ্র রিকার্ভ ইভেন্টে সেরা হয়েছে রোমান সানা-ইতি খাতুনের সমন্বয়ে গঠিত দল।

গেমসের ত্রয়োদশ আসরের অষ্টম দিনের সকালটি বাংলাদেশের জন্য হলো সোনায় সোহাগা। এই নিয়ে নেপালে আয়োজিত এই আসরে বাংলাদেশের সোনার পদক হলো ১০টি।

দেশের বাইরের গেমসে বাংলাদেশের সেরা সাফল্য এটিই। এর আগে ১৯৯৫ মাদ্রাজ গেমসে বাংলাদেশের প্রাপ্তি ছিল ৭ সোনার পদক।

আজ রবিবার (৮ ডিসেম্বর) সকালে নেপালের পোখারায় ভুটানের প্রতিযোগীদের ৬-২ সেটে পরাস্ত করেছেন বাংলাদেশের রোমান-ইতি জুটি।

এর আগে দিনের প্রথম সোনা আসে পুরুষদের দলগত রিকার্ভে। রোমান, হাকিম আহমেদ রুবেল ও তামিল ইসলাম ৫-৩ সেটে জয়ী হন। তারা হারান শ্রীলঙ্কার আর্চারদের।

এরপর মেয়েদের দলগত রিকার্ভে ইতি, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়ের সমন্বয়ে গঠিত দল দারুণ নৈপুণ্য দেখিয়ে উড়িয়ে দেন প্রতিপক্ষকে। লঙ্কানদের বিপক্ষে তারা জেতেন ৬-০ সেটে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //