২০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন সুমাইয়া

নারী অ্যাথলেটদের মধ্যে সম্ভাবনামদের একজন সুমাইয়া দেওয়ান। তিনি ইতোমধ্যে প্রতিভার স্বাক্ষর রাখছেন। কিশোরী বিভাগে ১০০ মিটারে দ্রুততম মানবী হয়েছেন গতকাল। 

আজ ২০০ মিটার ইভেন্টে সাবেক তারকা শামুসন্নাহার চুমকির রেকর্ড ভেঙেছেন। ২০০ মিঃ (কিশোরী) ইভেন্টে বিকেএসপির সুমাইয়া দেওয়ান সময় নিয়েছেন ২৫.৩৫ সেকেন্ড। পূর্বের রেকর্ড এই ইভেন্টে নোয়াখালীর শামসুন্নাহার চুমকি ২০০২ সালে সময় ছিলো ২৫.৬০ সেকেন্ড।

শেখ রাসেল জুনিয়র প্রতিযোগিতায় দুই দিনে চারটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন অ্যাথলেটরা। ২০০ মিটার স্প্রিন্টে বিকেএসপির সুমাইয়া দেওয়ান, কিশোরদের ডিসকাস থ্রোয়ে পাবনার মাসুম আহমেদ, কিশোরীদের ডিসকাস থ্রোয়ে নোয়াখালীর বিবি হাজেরা এবং বালিকাদের শটপুটে ঝিনাইদহের ফেরদৌস নতুন এই চারটি রেকর্ড গড়ে। ডিসকাস থ্রো (কিশোর) পাবনা জেলা ক্রীড়া সংস্থার মাসুম আহমেদ দূরত্ব ৩৮.২২ মিটার, পূর্বে এই ইভেন্টে ২০১৯ সালে বিকেএসপির লিমন হোসেন দূরত্ব অতিক্রম করেন ৩৫.৬০ মিটার। ডিসকাস থ্রো (কিশোরী) নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার বিবি হাজেরা দূরত্ব ২৯.৮৮ মিটার, পূর্বে এই নিজেরই রের্কড ছিলো ২৮.৯৬ মিটার ২০২০ সালে। শটপুট (বালিকা) ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার ফেরদৌস দূরত্ব ৯.৮০ মিটার, পূর্বে এই ইভেন্টে ২০০৪ সালে বিকেএসপির আফসানা মিমি দূরত্ব অতিক্রম করেন ৯.৩৬ মিটার। 

৪টি গ্রুপে ৪১ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বালক-বালিকা (অ-১৭) ১৪ টি ইভেন্ট এবং কিশোর কিশোরী (অ-১৯) ২৭ টি ইভেন্টে। আজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব ফেডারেশনের সভাপতি আলী কবির। সমাপনী অনুষ্ঠানে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু ছাড়া আরো অনেকেই ছিলেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //