কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

দু’দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। একবার কেনিয়া এগিয়ে যায় তো পরে বাংলাদেশ। তবে শেষ হাসি হেসেছে স্বাগতিকরাই। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে দাপট দেখিয়েই টানা দ্বিতীয়বারের মতো ট্রফি জিতেছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর কেনিয়াকে হারিয়েছে ৩৪-৩১ স্কোরে। 

শহীদ নূর হোসেন ভলিবল মাঠে নিজেদের দর্শকদের সামনে তুহিন তরফদার-আরদুজ্জামানরা হতাশ করেনি। গতবারও নিজেদের মাঠে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও ট্রফি দেশের বাইরে যেতে দেয়নি। তবে ম্যাচের শুরু থেকে ভয় ছড়াচ্ছিল কেনিয়া। ২-২ পয়েন্টের সমতা থাকার পর বারবারই এগিয়ে যাচ্ছিল আফ্রিকার দেশটি। তবে বাংলাদেশও আশাহত করেনি। ৯-৯ পয়েন্টের পর আবারও সমতা আনে ১২-১২ পয়েন্টে। প্রথমার্ধে তো ১৭-১৪ পয়েন্টে এগিয়ে থেকে বাংলাদেশ দারুণ মুন্সিয়ানা দেখিয়েছে।

বিরতির পর আবারও এগিয়ে যায় কেনিয়া। ১৮-১৭ পয়েন্টে পিছিয়ে থেকে স্বাগতিকরা ঘুরে দাঁড়াতেও সময় নেয়নি। একপর্যায়ে ২০-১৯ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। পরে লিড ধরে রেখেই এগিয়ে যেতে থাকে।

৩১-২৫ স্কোরে প্রতিপক্ষকে পেছনে ফেলে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছেও যায়। তবে শেষের দিকে ঝলক দেখাতে থাকে কেনিয়া। ৩২-৩১ পয়েন্টে বাংলাদেশকে প্রায় ধরেই ফেলেছিল। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে আর হাসতে দেয়নি। ৩৪-৩১ পয়েন্টে বাংলাদেশেরই জয় এসেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //