বার্মিংহাম কমনওয়েলথ গেমসে প্রথম দিনেই নামছে বাংলাদেশ

বৃহস্পতিবার (২৮ জুলাই) পর্দা উঠতে যাচ্ছে বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২২তম আসরের। বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধন হবে আলেক্সান্ডার স্টেডিয়ামে। ৭২টি দেশের পাঁচ হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন এবারের আসরে।

বাংলাদেশ থেকে সাতটি ডিসিপ্লিনে অংশ নিয়েছেন ৫০জন ক্রীড়াবিদ। আসরের প্রথম দিনেই চারটি ডিসিপ্লিনে নামবেন বাংলাদেশের ক্রীড়াবীদরা।

বার্মিংহামের স্থানীয় সময় সকাল ৯টায় পুরুষদের জিমন্যাস্টিকসে দলীয় এবং একক বাছাই পর্বে খেলতে নামবেন শিশির আহমেদ, আবু সাইদ রাফি ও আলি কাদের হক। একই সময়ে বাছাই পর্ব খেলতে নামবে পুরুষ টেবিল টেনিস দল। পরের দিন ২৯ জুলাই অনুষ্ঠিত হবে বাছাই পর্বের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপ। খেলবেন রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ হৃদয়, রিফাত মাহমুদ সাব্বির ও মুফরাদুল খায়ের হামজা।

সকাল সাড়ে ১০টায় সাঁতারের বাছাইপর্বে পুরুষ সাঁতারু মাহমুদ উন নবী নাহিদ স্যান্ডওয়েল অ্যাকুয়াটিকস সেন্টারে নামবেন ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে। একই সময়ে নারী সাঁতারু মরিয়ম আক্তার নামবেন ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে। প্রথম হিটে উত্তীর্ণ হলে সন্ধ্যা ৭টায় সেমি ফাইনালে নামবেন দুজন।

বক্সিং রিংয়ে হোসেন আলী নামবেন ৬৩.৫-৬৭ কেজি ওয়েল্টারওয়েইট ওজন শ্রেণিতে। ৬০-৬৩.৫ কেজি লাইট ওয়েল্টারওয়েইট ওজন শ্রেণিতে নামবেন সুরো কৃষ্ণ চাকমা। ফেদারওয়েইট ৫৪-৫৭ কেজি ওজন শ্রেণিতে অংশ নেবেন সেলিম হোসেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //