প্রথমবার সৌদি আরবে খেলতে যাচ্ছেন কোনো ইসরায়েলি খেলোয়াড়

ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবে খেলতে যাচ্ছেন ইসরায়েলি খেলোয়াড় শাচার সাগিভ।

রবিবার (৩০ অক্টোবর) ইসরায়েলের অলিম্পিক কমিটি এ তথ্য জানিয়েছে।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, ২৯ অক্টোবর, শনিবার সৌদি আরবে অনুষ্ঠেয় সুপার লিগ ট্রায়াথলনে অংশ নেবেন ইসরায়েলি ট্রায়াথলেট শাচার সাগিভ। তিনি ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ট্রায়াথলনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ট্রায়াথলন হলো সাইক্লিং, সাঁতার ও দৌড় প্রতিযোগিতা।

অলিম্পিক কমিটির প্রধান ইয়ায়েল আরাদ বলেন, সুপার লিগ ট্রায়াথলনের সৌদি এনইওএমের শাচার সাগিভের যোগদান দুই দেশের সম্পর্ক আরও অগ্রগতি করবে।

তবে এ ঘটনায় মুখ খোলেনি সৌদি আরব।

সাগিভের কোচ লিওর কোহেন নিজের ফেসবুকে লিখেন, শাচার শুধু কূটনৈতিক ইতিহাস নয়, পেশাদার ইতিহাস তৈরি করতে এসেছেন।

শাচার সাগিভ স্পোর্টওয়ান ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাতকারে বলেন, একজন ইসরায়েলি অ্যাথলেট হিসেবে আমি প্রথমবার সৌদি আরবে যেতে পারব। প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

সৌদি আরবের প্রতিবেশি দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। তবে সৌদি আরব এখনো সেই পথে হাঁটেনি কিন্তু মধ্যপ্রাচ্যে ইরানি প্রভাব মোকাবিলায় সৌদি-ইসরায়েল একসঙ্গে কাজ করছে বলে ধারণা করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //