এশিয়ান ইনডোরে স্বর্ণ জিতে ইতিহাস গড়লেন ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ইমরানুর রহমান। আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) কাজাখস্তানে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ৬০ মিটার স্প্রিন্টে বিজয়ী হন দেশের এই দ্রুততম মানব। 

জানা যায়, এদিন সকালে হিটে প্রথম হয়ে সেমিফাইনালে উঠেছিলেন ইমরানুর। তিনি সময় নেন ৬.৭০ সেকেন্ড; যদিও তখন পর্যন্ত তার ব্যক্তিগত সেরা টাইমিং ছিল ৬.৬৪ সেকেন্ড।

এর আগে, ২০২২ সালে বেলগ্রেডে বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসে একই টাইমিং করেন ইমরানুর। পরে সন্ধ্যায় সেমিতে সময় নেন ৬.৬১ সেকেন্ড। ভাঙেন তার আগের রেকর্ড। এরপর রাতে ফাইনালে সময় নিয়েছেন ক্যারিয়ার সেরা ৬.৫৯ সেকেন্ড।

এদিকে গত পরশু প্রতিযোগিতায় প্রথম দিন ভালো  করতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ৬০ মিটার স্প্রিন্টে নিজের হিটে আটজনের মধ্যে সবার শেষে দৌঁড় শেষ করেন তিনি। 

প্রসঙ্গত, ইমরানুরের সাফল্য দেশের অ্যাথলেটিকস অঙ্গনে বইছে খুশির বন্যা। কারণ ইমরানুই প্রথমবারের মতো এশিয়ান ইনডোরের মতো আসরে দেশের পক্ষে এমন পদক জিতেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //