এশিয়ান ইনডোরে বাংলাদেশের জহিরের পদক জয়

ইমরানুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসের ফাইনালে উঠেছিলেন জহির রায়হান।

৪০০ মিটার স্প্রিন্টের ফাইনালে আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) পদক জিতেছেন তিনি।

গত বছর কাজাখস্তানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুরের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পদক গলায় ঝুলালেন জহির।

ইরানের তেহরানে জহির রৌপ্য পদক জিতেছেন। ৪০০ মিটার স্প্রিন্টে তিনি ৪৮.১০ সেকেন্ড টাইমিংয়ে দ্বিতীয় হয়েছেন। 

এশিয়ান পর্যায়ে অ্যাথলেটিকসে এটি বাংলাদেশের দ্বিতীয় পদক। ২০১৭ সালে কেনিয়ার নাইরোবিতে বিশ্ব যুব অ্যাথলেটিকসে তিনি সেমিফাইনালে উঠেছিলেন। ২০২১ সালে টোকিও অলিম্পিকেও খেলেন জহির রায়হান। তারপর ব্যক্তিগত সমস্যার সম্মুখীন হলেও বাজে সময় কাটিয়ে জাতীয় রেকর্ড গড়েন। সেই ধারাবাহিকতায় জিতলেন পদক।

ফাইনালে জহির ৬ নম্বর লেনে ছিলেন। ইরানের স্প্রিন্টার সাজ্জাদ আগহেই তাকে পেছনে ফেলে প্রথম হয়েছেন, ৪৭.৯৫ সেকেন্ড টাইমিংয়ে স্বর্ণ জেতেন।

এদিকে প্রথম অ্যাথলেট হিসেবে ৬০ মিটার স্প্রিন্টে টানা দ্বিতীয়বার স্বর্ণপদক জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সেমিফাইনালে উঠেছেন ইমরানুর।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //