পদক জয়ী অ্যাথলেটদের বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা

ইরানের তেহরানে ১১তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শিপে অংশ নিতে গত বৃহস্পতিবার দেশ ছেড়েছিলো পাঁচ অ্যাথলেট। দুই পদক নিয়ে গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। পদক জয়ী অ্যাথলেটদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অ্যাথলেটিকস ফেডারেশনের কর্মকর্তারা।

তবে যার উপর সবার আশা ছিলো, সেই ইমরানুর এবার খালি হাতে দেশে ফিরেছে। এর আগে ১০তম এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শিপে অংশ নিয়ে ৬০মি. প্রেস্টিজিয়াস ইভেন্টে বাংলাদেশের ইতিহাস গড়ে স্বর্ণজয় করেন ইমরানুর রহমান।

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়শিপে প্রথমবার অংশ নিয়েই রৌপ্য পদক জিতে চমক দেখিয়েছেন জহির রায়হান। ৪০০ মিটার দৌড়ের ফাইনালে জহির রায়হান ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে এই কৃতিত্ব দেখিয়েছেন।

এছাড়াও হাইজাম্পে ব্রোঞ্জ জিতেছেন মাহফুজুর রহমান। এই তিনজন ছাড়াও এবারের আসরে অংশ নিয়েছিলেন ৬০মিটার স্প্রিন্টে শিরিন আক্তার ও রাকিবুল হাসান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //