ক্ষোভে-দুঃখে অবসরে যেতে চান রোমান

যার হাত ধরে বাংলাদেশ আর্চারিতে পরিচিতি পেয়েছে, যার কারণে তরুণরা আর্চারির প্রতি ঝুঁকেছে, যিনি অলিম্পিকে সরাসরি নিজ যোগ্যতায় অংশ নিয়ে দেশের মর্যাদা বাড়িয়েছেন, তিনি রোমান সানা। তবে তিনি আজ নিজের প্রতি হতাশ, প্রিয় আর্চারির প্রতি হতাশ। হতাশাটা এমনই যে, রোমান এখন অনেক দূরে, সকলের দৃষ্টির বাইরে হারিয়ে যেতে চাইছেন।  

মাসিক বেতন তিন হাজার টাকা, দিনে মাত্র একশ টাকা। কী নিদারুণ নির্মমতা, অবহেলা, বঞ্চনা! একজন জাতীয় ক্রীড়াবিদ যেন মধ্যযুগীয় ক্রীতদাস। আকস্মিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন আর্চার রোমান। মূলত অভিমান থেকেই মাত্র ২৮ বছর বয়সে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে একাধিক পদকজয়ী এই আর্চার। গলফার সিদ্দিকুর রহমানের পর রোমানই বাংলাদেশের দ্বিতীয় ক্রীড়াবিদ, যিনি নিজ যোগ্যতায় অলিম্পিকে খেলার টিকিট পেয়েছিলেন।

রোমান সানা বলেন, ‘এখন আর আসলে খেলতে ইচ্ছা করে না, ভালো লাগে না। বাংলাদেশে আজ পর্যন্ত সর্বোচ্চ রেজাল্টধারী অ্যাথলেট হচ্ছি আমি। অথচ না পেলাম কোনো জায়গা থেকে ভালো একটা অফার, না পেলাম কোনো কিছু। সরকার থেকেও আজ পর্যন্ত কোনো কিছু করা হয়নি।’ 

অবসরের এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার পেছনে আর্থিক সংকটকে দায়ী করছেন রোমান। তিনি বলেন, ‘ক্রিকেট, ফুটবলের মতো আমাদের সুযোগ-সুবিধা তেমন নেই বলতে গেলে। কিন্তু সাফল্যের কথা যদি বলেন, প্রচুর সাফল্য বাংলাদেশকে এনে দিয়েছি। সে তুলনায় আমাদের ফ্যাসিলিটিজ অনেক কম। প্রতি মাসে আমাদের এক হাজার ৫০০ টাকা করে দেওয়া হতো। সেটা বলেকয়ে গত বছর থেকে তিন হাজার টাকা করা হয়েছে। আর আমরা যারা বিবাহিত আছি, যদি বাসা ভাড়া নিয়ে থাকি, তাদের জন্য দুই হাজার টাকা অতিরিক্ত। যদিও শুধু বাসা ভাড়াই ১০-১৫ হাজার টাকা লাগে।’

জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপ খেললে অর্থ পাওয়া যায়। তাই তো রোমান এখন শুধু ঘরোয়া প্রতিযোগিতায় মনোযোগ দিতে চান। কোনোরকম জীবন পার করার চেয়ে ভালোভাবে বেঁচে থাকার জন্যই রোমান ব্যবসায় নামছেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্রটি। সূত্রটি জানায়, খুলনায় তার বাবার পুরনো মাছের ঘের বড় আকারে শুরু করবেন বলে জানিয়েছেন রোমান।

রোমান বলেন, ‘আমি প্রতিদিন ৭-৮ ঘণ্টা অনুশীলন করি, এই পরিশ্রম যদি আমি অন্য কোথাও দেই, যদি রিকশাও চালাই, প্রতিদিন তিন-চারশ টাকা আয় করতে পারব না? আপনিই বলেন। তাহলেও তো মাসে আট-দশ হাজার টাকা পাব।’ 

রোমান দুঃখ করে বলেন, ‘পারিবারিক ঘেরের ব্যবসায় যদি সফল হতে না পারি, দেশের বাইরে কোথাও চলে যাব, হারিয়ে যাব, কেউ জানবে না, বুঝবে না, উধাও হয়ে যাব।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //